Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি কি সেবা পাবেন

2019 সালে তাজপুর ইউডিসি তে যুক্ত হল নতুন নতুন সেবা

 

* তাজপুর ইউনিয়ন পরিষদ তথ্যসেবা কেন্দ্রে পাসপোর্টের আবেদন ফি গ্রহণ করা হচ্ছে।

 

* ভারতীয় মেডিকেল এবং টুরিস্ট ভিসার জন্য অনলাইনে আবেদন এবং ভিসা ভি গ্রহণ করা হচ্ছে।

 

* পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনলাইনে আবেদন এবং ই-চালানের মাধ্যমে ক্লিয়ারেন্স ফি এর টাকা গ্রহণ করা হচ্ছে।

 

* বাংলাদেশে অভ্যন্তরীন সকল রুটের বাস ( হানিফ, দেশ, ন্যাশনাল, গ্রামীন, শ্যমলী, নাবিল, শাহ ফতেহ আলী, এনা, এস আলম) টিকিট অনলাইন বুকিং সহ প্রিন্টেড টিকিট দেওয়া হয়।

 

এছাড়াও

তাজপুর ইইনয়নের সকল জনসাধারনের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত যাবতীয় সেবা

সরকারী, বে-সরকারী বিভিনন্ন চাকুরির আবেদন ও ফলাফল।

স্কুল কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন

শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন পরীক্ষার আবেদন ও ফলাফল ফলাফল।

ভিজিটিং কার্ড, বিল বোর্ড, ব্যনার, লিফলেট, ফেষ্টুন, ষ্টিকার ও ক্যলেন্ডর ডিজাইন সহ সকল ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ করা হয়।

কম্পিউটার কম্পোজ, ছবি তোলা, লেমিনেটিং করা হয়।

বিভিন্ন রকম সরকারী ফরম  ও সেবা

 

এছাড়াও যে কোন তথ্য-প্রযুক্তি নির্ভর অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন।

মোবাইল- 01712 337579, ই-মেইল: a.u.hadi@gmail.com